সমুদ্রতলে বাস্তুসংস্থানের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ১০:২৭
গভীর সমুদ্রতলে বাস্তুসংস্থানের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। শ্মিডট ওশান ইনস্টিটিউটের গবেষণা জাহাজ ‘ফালকর’ থেকে গভীর প্রশান্ত মহাসাগরের তলদেশে আগ্নেয়গিরির ভূত্বকের ভেতরে অনুসন্ধান চালানোর জন্য একটি ডুবো রোবট বা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন একটি যন্ত্র পাঠিয়ে বাস্তুসংস্থানের খোঁজ মিলেছে। এ তথ্য বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যালার্টে জানানো হয়েছে।
শ্মিডট ওশান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জ্যোতিকা বিরমানি বলেন, ‘আমরা আগে থেকেই পাতালগুহায় বা ভূগর্ভস্থ গহ্বরে এবং সাগরের বালু ও কাদায় প্রাণীর বসবাসের কথা জেনেছি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সমুদ্র তলদেশ