ভারত-পাকিস্তান সম্পর্কের পুনর্মূল্যায়ন ও এসসিও সম্মেলন

কালের কণ্ঠ অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ০৮:২৪

ভারত-পাকিস্তান সম্পর্ক বরাবরই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ। ভূ-রাজনৈতিক স্বার্থ, সীমান্ত বিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসেবে কাজ করে আসছে। ইতিহাসে যুদ্ধ, রাজনৈতিক টানাপড়েন এবং সীমান্তে সংঘাতের কারণে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে ২০২৪ সালের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে, যদিও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সম্মেলনে উপস্থিত ছিলেন না, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে পাকিস্তানে পাঠানো এক গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


এসসিও একটি আঞ্চলিক অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যেখানে চীন, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ অংশ নেয়। তবে সম্প্রতি অনুষ্ঠিত ২৩তম এসসিও সম্মেলনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাকিস্তান সফর নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রায় এক দশক পর প্রথমবারের মতো ভারতের কোনো উচ্চপদস্থ প্রতিনিধি পাকিস্তান সফর করেছেন, যা ভারত-পাকিস্তান সম্পর্কের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত বহন করে। ২০২৪ সালের এসসিও সম্মেলনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান সফর করেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আতিথ্য গ্রহণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও