মেট্রোরেল: ২ লাখ টিকেট যাত্রীদের পকেটে কীভাবে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ০৭:১৬
মেট্রোরেল চালুর পর প্রথমবারের মত পরিবার নিয়ে বেড়াতে যান মনোয়ার হোসেন; সবার সঙ্গে বাচ্চার টিকেটও কাটেন, যদিও পরে সেটি কাজে না লাগায় নিজের কাছেই রেখে দেন। এতে তার কিছু যায় আসেনি; তবে তার মত আরও অনেকে টিকেট নিয়ে যাওয়ায় সংকটে পড়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মিরপুরের পল্লবী স্টেশনে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মনোয়ার বলেন, “দেখলাম বাচ্চাকে এমনি যেতে দিচ্ছে, তখন আর ওর কার্ডটা ইউজ করিনি। ভাবলাম পরে হয়ত আমরা ব্যবহার করতে পারব।
“তখন তো আর বুঝতাম না। পরে জানলাম কার্ড একটা নির্দিষ্ট সময় পর অকার্যকর হয়ে যায়। জরিমানার ভয়ে আর জমা দেওয়া হয়নি, এখন দিয়ে দেব।”