You have reached your daily news limit

Please log in to continue


ডিম-সবজির দাম কমে এবার চড়ছে মুরগি

সপ্তাহের ব্যবধানে কিছুটা কমতে শুরু করেছে ডিম ও সবজির দর, সামনে দাম আরও কমে আসবে, এমন আশা করছেন বিক্রেতারাই। তবে চড়তে শুরু করেছে মুরগির দাম।

বিক্রেতারা বলছেন, ডিম আর সবজির সরবরাহ বেড়েছে, অন্যদিকে মুরগির সরবরাহ কিছুটা কমেছে। এতেই প্রভাব পড়েছে বাজারে।

শুক্রবার কারওয়ান বাজার, বিজয় সরণির কলমিলতা কাঁচা বাজার ও গুদারাঘাট কাঁচা বাজার ঘুরে দেখা যায়, আগের সপ্তাহের তুলনায় সবজিতে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম কমেছে। ডিমের দাম হালিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা।

কলমিলতা কাঁচা বাজারের বিক্রেতা মো. রিয়াজুল হক বলেন, “নতুন নতুন মাল আসতেছে আর দাম কমতেছে। দাম আরও কমবে।”

এই তিন বাজারে আর ডিমের ডজন কমে ১৪৫ টাকায় আর হালি ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সাদা ও লাল ডিমে হালিতে কমেছে ৫ টাকা, আর ডজনে কমেছে ১৫ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন