You have reached your daily news limit

Please log in to continue


২৫০ ফুট ৫ ইঞ্চি জিন্স প্যান্ট বানিয়ে রেকর্ড

বিশ্বের সবচেয়ে বড় জিন্স প্যান্ট তৈরি করে রেকর্ড করেছে চীনা একটি পোশাক ব্র্যান্ড। ২৮ সেপ্টেম্বর চীনের গুয়াংজির ফুমিয়ানে প্রদর্শনের সময় বিশাল ডেনিম রেকর্ডটি দাবি করে। জিন্স দৈর্ঘ্যে একটি চিত্তাকর্ষক ৭৬.৩৪ মিটার বা ২৫০ ফুট ৫ ইঞ্চি প্রসারিত এবং কোমরের পরিধি ৫৮.১৬৪ মিটার বা ১৯০ ফুট ১০ ইঞ্চি।

আকারটি ভালোভাবে বুঝতে উদাহরণ দিয়েছে তারা, জিন্সের উচ্চতা ইতালির টাওয়ার অব পিসা, যা উচ্চতা ৫৫ মিটার; ১৮০ ফুট এবং প্যাডেস্টাল ৯৩ মিটার; ৩০৫ ফুট সহ স্ট্যাচু অব লিবার্টির সঙ্গে।

৫.৫ কিলোমিটার বা ১৮ হাজার ০৪৪ ফুট ৬ ইঞ্চি কাপড় থেকে তৈরি করা হয়েছে প্যান্টটি। তারা একটি ৭.৮ মিটার বা ২৫ ফুট ৫৯ ইঞ্চি লম্বা জিপার এবং একটি বিশাল ১.২ মিটার বা ৩ ফুট ৯৪ ইঞ্চি ব্যাসের স্টেইনলেস স্টিলের বোতাম, যার ওজন রয়েছে ৩.৬ টন বা ৭৯৩৬.৬৪ পাউন্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন