পুরোনো গ্যাজেট বিক্রির আগে যা করা জরুরি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ১৯:৩৩

পুরোনো ফোন, ল্যাপটপ, বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বিক্রি করার আগে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিভাইসগুলোতে আমাদের ব্যক্তিগত তথ্য যেমন ছবি, ভিডিও, ই-মেইল, পাসওয়ার্ড, ব্যাংকের ডিটেইলস এবং অন্যান্য সংবেদনশীল তথ্য থাকে, যা যদি সঠিকভাবে মুছে না ফেলা হয় তবে নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে।


তাই ডিভাইস বিক্রি করার আগে নিচের কয়েকটি পদক্ষেপ অনুসরণ করলে আপনি আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পারবেন। দেখে নিন যে কাজগুলো করতে পারেন-


ব্যাকআপ নিন
ডিভাইস বিক্রি করার আগে প্রথমে আপনার সব গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকআপ নিন। এটির মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ডাটা হারানোর আশঙ্কা থেকে মুক্তি পাবেন। ব্যাকআপের জন্য ক্লাউড স্টোরেজ যেমন গুগল ড্রাইভ, আইক্লাউড, ওয়ানড্রাইভ ব্যবহার করতে পারেন। এছাড়া বাহ্যিক হার্ড ড্রাইভ বা পেনড্রাইভ ব্যবহার করেও ব্যাকআপ নিতে পারেন। এতে করে ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ ফাইল ও ডাটা নতুন ডিভাইসে সহজেই পুনঃস্থাপন করা সম্ভব হবে।


সব অ্যাকাউন্ট লগআউট করুন
ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য ডিভাইস বিক্রি করার আগে সমস্ত অ্যাকাউন্ট থেকে লগআউট করুন। এতে কেউ যদি ডিভাইসটি হাতে পায়, তাহলে তারা সরাসরি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। গুগল অ্যাকাউন্ট, ই-মেইল অ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস (যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার) থেকে লগআউট করতে ভুলবেন না। এছাড়া ওয়েব ব্রাউজার থেকেও লগআউট করতে হবে যাতে সেভ করা পাসওয়ার্ড বা লগইন তথ্য অ্যাক্সেস করা না যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও