প্রস্তুতির পরতে পরতে পাকিস্তানকে হারানোর পণ
দিন গড়াচ্ছে, এগিয়ে আসছে পাকিস্তান ম্যাচের ক্ষণ। সাবিনা-মনিকাদের অনুশীলনের তীব্রতা বাড়ছে। খেলোয়াড়দের কারো চোখেমুখে দেখা মিলছে নির্ভার হাসির ঝিলক, কারো কারো কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে স্নায়ু চাপের উপস্থিতি। অনুশীলনে পিটার জেমস বাটলারের ব্যস্ততা বেড়েছে আরও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে তৃতীয় দিনের প্রস্তুতিতে বাংলাদেশ কোচ গুরুত্ব দিয়েছেন সব বিভাগেই।
কাঠমাণ্ডুর আনফা গ্রাউন্ডে শুক্রবার সকালে অনুশীলনে সেরেছে বাংলাদেশ। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে আগামী রোববারের ম্যাচ দিয়ে মুকুট ধরে রাখার অভিযান শুরু করবে দল। সবকিছু গুছিয়ে নিতে তাই বাটলারের হাতে সময় নেই বেশি।
মাঠে পৌঁছেই বাটলার ব্যস্ত হয়ে পড়লেন ছক কষতে। ম্যাচ অনুশীলনে সাবিনা খাতুন সহজ একটি সুযোগ মিস করে যখন হতাশায় মাথা ঝাকাচ্ছিলেন, বাটলারকেও দেখা গেল একই ভঙ্গিতে মাথা-হাত নাড়াতে। দূর থেকেই চিৎকার করে অধিনায়ককে থামতে বলে শামসুন্নাহার সিনিয়রকে ফের একইভাবে ক্রস বাড়াতে বললেন, এবার সাবিনা হতাশ করেননি, নিখুঁত শটে জাল খুঁজে নিলেন। বাটলার চেচিয়ে বললেন, ‘গুড সাবিনা, গুড।’