You have reached your daily news limit

Please log in to continue


জয়পুরহাটে খাদেম হতে চেয়ে ‘পীর’ হয়ে উঠেছিলেন আওয়ামী গডফাদার স্বপন

জয়পুরহাটের যেকোনো সভা-সমাবেশে বক্তব্য দিতে উঠলে আবু সাঈদ আল মাহমুদ বলতেন, তিনি খাদেম হয়ে মানুষের সেবা করতে এসেছেন। তবে গত ১৫ বছরে টানা তিনবারের সাবেক এই সংসদ সদস্য জয়পুরহাটের অঘোষিত ‘পীর’ হয়ে উঠেছিলেন। নিজের অনুসারীদের নিয়ে গড়ে তোলা চক্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন পুরো জেলা। বিপক্ষে কেউ কথা বললেই নানা হয়রানি করা হতো বলে অভিযোগ ভুক্তভোগীদের।

দলের নেতা-কর্মী ও জেলার বাসিন্দারা বলছেন, কেন্দ্রীয় নেতা হয়ে আওয়ামী লীগ সরকারে পুরোটা সময় যেন ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন আবু সাঈদ আল মাহমুদ (স্বপন)। যার মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। তাঁর স্ত্রী মেহেবুবা আলমও শূন্য থেকে কোটিপতি হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর আবু সাঈদ আল মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। তবে এ মুহূর্তে আবু সাঈদ আল মাহমুদ দেশে আছেন, নাকি পালিয়ে গেছেন ভারতে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন