রিভার্স সুইং ও স্পিন মিশিয়ে রাবাদা–মহারাজদের অনুশীলন
প্রথম আলো
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ১৪:৫০
বাংলাদেশ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম—দুটোই কাগিসো রাবাদার জন্য বিশেষ কিছু। ২০১৫ সালে এ মাঠেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলারের। শুধু কি অভিষেক? দেশের হয়ে প্রথমবার খেলতে নেমেই হ্যাটট্রিক করে বসেন।
২০১৪ সালে দক্ষিণ আফ্রিকাকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানোর পর থেকেই রাবাদাকে আন্তর্জাতিক ক্রিকেটের ‘ভবিষ্যৎ তারকা’ বলা হচ্ছিল। অভিষেকে তামিম ইকবাল, লিটন দাস ও মাহমুদউল্লাহকে পরপর তিন বলে আউট করার পর সে তকমাটা স্থায়ী হয়ে যায়।
২০১৫ সালের সেই সফরের ৯ বছর পর গতকাল দক্ষিণ আফ্রিকার প্রথম অনুশীলন সেশনে সেই মিরপুরে এলেন রাবাদা। প্রায় এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে রাবাদা নিজেকে নিয়ে গেছেন টেস্ট ক্রিকেট ইতিহাসেরই সেরাদের তালিকায়।