You have reached your daily news limit

Please log in to continue


কক্ষপথে ‘নতুন কসরত দেখাবে’ স্পেস ফোর্সের এক্স-৩৭বি

২০১১ সালে নিজের অভিষেক ফ্লাইটের পর থেকে রহস্য আঁকড়ে ধরে রেখেছে ‘এক্স-৩৭বি অরবিটাল টেস্ট ভেহিকল (ওটিভি)’ মিশনটি।

মার্কিন অ্যারপ্লেন নির্মাতা কোম্পানি বোয়িংয়ের তৈরি এই যানটি পরিচালনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স ‘ইউএসএসএফ’। পুনর্ব্যবহারযোগ্য প্লেনটি এমনভাবে নকশা করা যাতে পৃথিবীর নিম্ন কক্ষপথ অর্থাৎ ভূপৃষ্ঠের ২৪০ থেকে আটশ কিলোমিটারে এটি চলাচল করতে পারে।

মহাকাশ নিয়ে নিজেদের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি পরীক্ষা করে দেখছে স্পেস ফোর্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন