সারা বাংলাদেশে ‘উইমেন শাটল’ চালু করতে চাই

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ১৩:২৬

তাসনিয়া আতিক, একজন নারী উদ্যোক্তা। গত আট বছর ধরে নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন। তারই অংশ হিসেবে কর্মজীবী নারী ও নারী শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে আগামী নভেম্বর মাস থেকে ‘উইমেন শাটল’ নামে একটি সেবা চালু করতে যাচ্ছেন। নতুন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সামিউর রহমান সাজ্জাদ।


জাগো নিউজ : শুরু থেকে শুরু করি। নারীদের জন্য আলাদা শাটল বাসের আইডিয়া কিভাবে এলো? কেমন সাড়া পাচ্ছেন?


তাসনিয়া : আমি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম তখন থাকতাম মিরপুর ডিওএইচএসে। আমার ক্যাম্পাস ছিল বসুন্ধরায়। বাসায় নিজস্ব গাড়ি থাকা সত্ত্বেও প্রত্যেকের গন্তব্য ভিন্ন পথে হওয়ায় প্রায়ই আমাকে ভেঙে ভেঙে ক্যাম্পাসে যেতে হতো। এতে প্রতিদিনের যাতায়াত খরচ অনেক বেড়ে যেতো। তার চেয়েও বড় কথা ঝামেলা হতো অনেক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও