ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি ও শান্তি ফেরাতে পাঁচ প্রস্তাব জেলেনস্কির

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ২৩:১০

যুদ্ধের সমাপ্তি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় চলতি সপ্তাহে একটি পরিকল্পনা উন্মোচন করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি পাঁচ দফা এ পরিকল্পনা দেশে ও বিদেশে মিত্রদের সামনে তুলে ধরবেন। প্রস্তাব সম্পর্কে এখনো প্রকাশ্যে বিস্তারিত জানানো হয়নি। তবে ইউক্রেনের পার্লামেন্টে প্রস্তাবের প্রধান বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন জেলেনস্কি।


ন্যাটোর সদস্যপদ


জেলেনস্কির প্রস্তাবে সবচেয়ে অগ্রাধিকার থাকবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো। জেলেনস্কি বলেছেন, ‘দশকের পর দশক ধরে ইউরোপের ভূরাজনৈতিক অনিশ্চয়তার ফায়দা নিয়েছে রাশিয়া। বিশেষ করে ইউক্রেনের ন্যাটোর সদস্য না হওয়ার বিষয়টি। এটাই তাদের আমাদের ওপর আক্রমণে প্রলুব্ধ করে।’


ইউক্রেনের প্রেসিডেন্ট একাধিকবার এ কথা বলেছেন, ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ পাওয়া শুধু কিয়েভের নয়, ইউরোপ ও পশ্চিমা দেশগুলোর নিরাপত্তাও জোরদার করবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও