পাকিস্তানের জালে ভারতের পাঁচ গোল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ২২:৪৩

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সর্বাধিক ৫ বারের চ্যাম্পিয়ন ভারত ২০২২ সালে বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। প্রথমবারের মতো ফাইনালে খেলতে না পারা ভারতের মেয়েরা শিরোপা উদ্ধারে ছিল বদ্ধপরিকর।


বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় এবারের চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের জালে ৫ গোল দিয়ে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে ভারতের মেয়েরা। পাকিস্তান দুটি গোল ফিরিয়ে দিতে পারায় ভারত মাঠ ছেড়েছে ৫-২ ব্যবধানের জয় নিয়ে।


তিন দলের গ্রুপ। অন্য দল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুরুর ম্যাচে বড় জয় ভারতকে সেমিফাইনালের দরজাও প্রায় খুলে দিয়েছে। রোববার বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচের ফলই নির্ধারণ করে দেবে ‘এ’ গ্রুপের গতিচিত্র। ওই ম্যাচে বাংলাদেশ জিতলে ভারতকে নিয়েই নিশ্চিত করবে শেষ চারে খেলা। তখন ২৩ অক্টোবর বাংলাদেশ ও ভারতের ম্যাচটি হয়ে যাবে গ্রুপসেরা নির্ধারণের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও