আ.লীগ সিন্ডিকেট সরিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, অন্তর্বর্তী সরকারকে রিজভী

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ১৮:৪৬

বর্তমানেও বাজারে আওয়ামী লীগের সিন্ডিকেট বহাল রয়েছে দাবি করে দ্রুত তাঁদের সরিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। 


অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘সবজিসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে। এখনো বাজার আওয়ামী লীগ সিন্ডিকেটের দখলে কেন? দ্রুত সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুদায়িত্ব পালনে যদি কোনো শ্লথ গতি থাকে ও ঢিলেঢালা ভাব থাকে, তাহলে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা ও বিপ্লবের কথা বলছি—তার অন্তর্নিহিত চেতনা, মূলমন্ত্র সেটি ব্যাহত হবে। চেতনাকে অবমূল্যায়ন করা হবে।’ 


বিভিন্নভাবে নির্যাতন–নিপীড়নের শিকার বিএনপির ত্যাগী নেতা–কর্মীদের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। হাসিনার আমলে বিরোধী দল যারাই ছিল, হামলা-মামলায়, দমন-পীড়নে সব সময় ব্যস্ত রাখত। আজ যেভাবে কথা বলতে পারছি, হাসিনা সরকার থাকলে তা–ও হতো না। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উঠিয়ে নিত। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা, গায়েবি মামলা হয়েছে। সময়ে দলের ত্যাগী নেতা-কর্মীদের যথার্থ মূল্যায়ন করা হবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও