বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি : পর্যবেক্ষণ এবং উত্তরণ
জুলাই আন্দোলনের পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম অগ্রাধিকার ছিল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মনোবল পুনরুদ্ধার করে আইনশৃঙ্খলার উন্নয়ন করা। যদিও আন্দোলন পরবর্তী শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ সরকার সেনাবাহিনীকে পুলিশিংয়ের ক্ষমতা দিয়েছেন; তবে দুঃখজনক হলেও সত্যি যে এখন পর্যন্ত প্রশাসন বিক্ষিপ্ত ভাঙচুর, মব কিলিংস ও সংখ্যালঘুদের ওপর হামলা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেন না!
এর একটি প্রধান কারণ হিসেবে আমি মনে করছি, আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখনো অনেকখানি ভঙ্গুর, আন্দোলনের সময় পুলিশকে ইচ্ছামতো ব্যবহার এবং পুলিশের ওপর সাধারণ মানুষের জনরোষের ফলাফল হিসেবে এখনো আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি আত্মবিশ্বাসী হতে পারছে না এবং এই সুযোগে বেশকিছু অপরাধ মূলক কর্মকাণ্ড ঘটেই চলছে।