স্মার্ট হোম ডিভাইস বাজারে দশমিক ৬% প্রবৃদ্ধির পূর্বাভাস

বণিক বার্তা প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ১৪:৫৬

স্মার্ট হোম ডিভাইসের বৈশ্বিক বাজারে চলতি বছর দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। বছর শেষে এ বাজারের আকার ৮৯ কোটি ২৩ লাখ ইউনিটে পৌঁছতে পারে। প্রবৃদ্ধির এ গতিকে ‘শ্লথ’ আখ্যা দিয়ে বাজার বিশ্লেষকরা বলছেন, এরই মধ্যে বাসাবাড়িতে অধিক স্মার্ট ডিভাইসের ব্যবহার হচ্ছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের মতো অঞ্চলে গ্রাহকের পণ্য পরিবর্তনের হার কমে গেছে। ফলে মন্থর গতি তৈরি হয়েছে স্মার্ট হোম ডিভাইসের বাজারে। সম্প্রতি আন্তর্জাতিক ডাটা করপোরেশনের (আইডিসি) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। খবর ব্যাকএন্ডনিউজ।


উদীয়মান বাজারগুলোয় আগামী বছর বেচাকেনা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইডিসি। ২০২৫ সালে স্মার্ট হোম ডিভাইসের সরবরাহ ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৩ কোটি ১১ লাখ ইউনিটে পৌঁছতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও