ট্রমাকে শারীরিক আঘাত হিসেবে বিবেচনা করা হয়
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ১২:১৭
সহিংসতায় হতে পারে মানসিক সমস্যা : চিকিৎসাজগতে ট্রমাকে শারীরিক আঘাত হিসেবে বিবেচনা করা হয়। যেকোনো আঘাতজনিত সমস্যা মানসিক আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। এসব ঘটনার মধ্যে রয়েছে গার্হস্থ্য সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ এবং গুরুতর গাড়ি দুর্ঘটনা।
পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিস-অর্ডার : সহিংসতার শিকার বা প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের পরবর্তী সময়ে ‘পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিস-অর্ডার’ (সংক্ষেপে যা ‘পিটিএসডি’) রোগের ঝুঁকি বেশি থাকে।