You have reached your daily news limit

Please log in to continue


আপাতত বিচারিক দায়িত্ব পালন করতে পারবেন না ১২ বিচারপতি

উচ্চ আদালতের যে ১২ জন বিচারক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের 'চায়ের দাওয়াত' পেয়েছিলেন, আপাতত তারা কোনো বিচারিক দায়িত্ব পালন করতে পারবেন না।

‘আওয়ামীপন্থি বিচারকদের’ পদত্যাগের দাবিতে বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাই কোর্ট ঘেরাও কর্মসূচির মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা প্রধান বিচারপতির এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, উচ্চ আদালতের অপসারণের কোনো আইন এই মুহূর্তে কার্যকর নেই। বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়ে যে মামলা রয়েছে, তার শুনানি হবে ২০ অক্টোবর।

“ওই ১২ জন বিচারপতি যেহেতু পদত্যাগ করেননি এবং যেহেতু তাদের অপসারণ করা যাচ্ছে না, সিদ্ধান্ত হয়েছে, সে পর্যন্ত তাদের কোনো বেঞ্চ দেওয়া হবে না। তারা বিচারকাজ পরিচালনা করতে পারবেন না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন