৮৮০ কোটি রুপি আয়ের ভারতীয় ছবি বাংলাদেশে মাত্র দুই হাজার ডলারে!
প্রথম আলো
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪, ১৫:৫৬
২০২৩ সালের জুনে মুক্তি পেয়েছিল মাহফুজ আহমেদ অভিনীত ‘প্রহেলিকা’। এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর চলচ্চিত্রে অভিনয়ে ফেরেন মাহফুজ আহমেদ। মুক্তির পর ‘প্রহেলিকা’ ছবিটি আলোচনায় থাকলেও কত টাকা ব্যবসা করেছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। এদিকে এ বছরের ১৪ আগস্ট মুক্তির পর থেকেই ‘স্ত্রী ২’ সিনেমাটি একের পর এক সাফল্যের কাহিনি লিখে চলেছে।
অনেকের মতে, এই বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুরের বিপুলসংখ্যক অনুরাগীর কারণেই ছবিটি বক্স অফিসে এভাবে দাপট দেখিয়েছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। মুক্তির পর এই ছবি ভারতীয় বক্স অফিস থেকে আয় করে নিয়েছে ৮৮০ কোটি রুপি। এবার শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’ ছবিটি আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। আমদানি–রপ্তানি নীতিমালায় ‘স্ত্রী ২’ ছবির বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা
- মাহফুজ আহমেদ