মৃগীরোগ ও ব্যথার চিকিৎসা হবে বিছার বিষে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ২৩:১২

মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের পানির নীচে গুহায় পাওয়া সেন্টিপিড বা বিছার মতো প্রাণীর বিষ মৃগী ও দীর্ঘস্থায়ী ব্যথার মতো স্নায়বিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।


এর আগেও চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার হয়েছে সাপ, মাকড়সা, বিচ্ছু বা বিছা ও পোকামাকড় থেকে প্রাপ্ত বিভিন্ন বিষাক্ত পদার্থ।


তবে সামুদ্রিক প্রাণী থেকে পাওয়া বিষ নিয়ে এখনও সেভাবে গবেষণা হয়নি বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।


নতুন গবেষণায় এক রহস্যময় সামুদ্রিক রেমিপিড বা জলজ বিছার তৈরি বিষাক্ত পদার্থ নিয়ে গবেষণা করেছেন জার্মানির ‘গোয়েথে ইউনিভার্সিটি ফ্রাঙ্কফুর্ট’-এর গবেষকরা। রেমিপিড দেখতে সেন্টিপিড বা স্থলজ বিছার মতো। আর এরা বাস করে পানির নীচে গুহায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও