আওয়ামী অস্ত্রধারীদের গ্রেপ্তারে পোস্টারিং চাই : ববি হাজ্জাজ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ২২:৪৯

জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর অস্ত্রধারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। একইসঙ্গে অবিলম্বে ছবি এবং পরিচয় সংযুক্ত করে আওয়ামী অস্ত্রধারীদের গ্রেপ্তারে দেশব্যাপী পোস্টারিং করার দাবিও জানান তিনি।


সোমবার (১৪ অক্টোবর) এনডিএম এর ঢাকা মহানগর কার্যালয়ে দলটির ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ববি হাজ্জাজ বলেন, গণমাধ্যমে শতাধিক অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীদের ছবি বেড়িয়েছে। এরা জুলাই-আগস্ট বিপ্লবে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের সরাসরি নির্দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে গণহত্যায় সহযোগিতা করেছে। অথচ আওয়ামী অস্ত্রধারীদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৯ জন গ্রেপ্তার হওয়া দুঃখজনক। সাধারণ শিক্ষার্থীদের ওপর গত দেড় দশক ধরে ছাত্রলীগ নামক সন্ত্রাসী বাহিনীর যেসব সদস্যরা নির্যাতনের যে স্টিমরোলার চালিয়েছিলো তার বিচার হতে হবে। সাদ্দাম-ইনানসহ ছাত্রলীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যারাই গণহত্যার সঙ্গে জড়িত তাদের তালিকা করে ছাত্রত্ব বাতিলসহ আইনের আওতায় আনতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও