রোবট কি ভবিষ্যতে মানুষের মতো চিন্তা করতে পারবে

প্রথম আলো প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ১৫:২০

বর্তমানে রোবট মানুষের মতো চলাফেরা করার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতে পারে। তবে নিজ ইচ্ছায় নয়, মানুষের নির্দেশ মতোই কাজ করে থাকে রোবট। এ সমস্যা সমাধানে নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের গবেষকেরা। এই পদ্ধতিতে রোবট বিভিন্ন জটিল বিষয় নিজের মতো করে বিশ্লেষণ করতে পারবে। এর ফলে ভবিষ্যতে রোবটের মধ্যে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা তৈরি হবে বলে দাবি করেছেন গবেষকেরা।


রোবটের জ্ঞানের পরিধি বাড়াতে গবেষকেরা নতুন প্রযুক্তির একটি কমপ্যাক্ট সার্কিট তৈরি করেছেন। সার্কিটটি তরলের মধ্যে চাপের ভিন্নতা ব্যবহার করে কাজ করতে পারে। গবেষকদের তথ্যমতে, সার্কিটটির মাধ্যমে রোবট একাধিক কমান্ড বা নির্দেশনা দিতে পারবে। এর ফলে রোবটের আর্কিটেকচারের মধ্যে মানবিক সত্তা বিকাশের সুযোগ তৈরি হবে। তখন রোবট নিজেই চিন্তাভাবনা করে বিভিন্ন কাজ করতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও