গোয়াল পরিষ্কার ও সেখানে ঘুমালে ক্যান্সার সেরে যায়: ভারতীয় মন্ত্রী
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ১৪:৫৬
গরু, গোবর আর গরুর মূত্র নিয়ে ভারতীয়দের কাণ্ড-কারখানার শেষ নেই। বিভিন্ন সময়ে গোবর ও গোমূত্র নিয়ে তারা সংবাদের শিরোনাম হয়েছে। কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনও বা মন্ত্রী, আবারও কখনও বা বিচারক বা সাধারণ কোনও ব্যক্তি।
গরু নিয়ে তাদের উদ্ভট বিভিন্ন মন্তব্যে দানা বেঁধেছে নানা বিতর্ক। সর্বশেষ আবারও বিতর্কিত সন্তব্য সামনে এলো গরু নিয়ে। ভারতের এক মন্ত্রী দাবি করেছেন, গরুর সেবা করলে রক্তচাপ কমে যায়।
এমনকি গোয়ালঘরে ঘুমালে এবং তা নিয়মিত পরিষ্কার করলে ক্যান্সার রোগের নিরাময় হয় বলেও দাবি করেছেন তিনি। রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।