মানবতাবিরোধী অপরাধ: প্রস্তুত হচ্ছে পুলিশের তালিকা
ডেইলি স্টার
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ১৪:৩১
গণঅভ্যুত্থান দমনে হত্যা, গণহত্যা, গ্রেপ্তার, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের তালিকা তৈরি করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা।
শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাই-আগস্ট আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের তালিকার জন্যও সংস্থাটি নাম সংগ্রহ শুরু করেছে।
আইসিটি বিভিন্ন বাহিনীকে একাধিক চিঠি পাঠিয়েছে দায়িত্ব পালনকারী সদস্য এবং আন্দোলনের সময় বিভিন্ন অপারেশনে অংশ নেওয়া সদস্যদের তথ্য জানতে চেয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আইসিটির তদন্ত সংস্থার সমন্বয়কারী মো. মাজহারুল হক দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) বিভিন্ন বাহিনীকে বেশ কয়েকটি চিঠি দিয়ে গণঅভ্যুত্থানের সময় তাদের নিরাপত্তা পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে।