![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bdnews24/2023-11/59ad21c5-0518-47f9-bd3b-7ed6fffb3f7a/hsc_result_viqarunnisa_noon_school_261123_30.jpg)
এইচএসসির ফল প্রকাশে আনুষ্ঠানিকতা থাকছে না
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ১৪:২৭
অতীতের মতো এবার এইচএসসির ফল প্রকাশে আনুষ্ঠানিকতা থাকছে না বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার বেলা ১১টায় বোর্ড চেয়ারম্যানরা নিজেদের অফিসে বসে ফল প্রকাশ করবেন।"
এর আগে এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতেন সরকারপ্রধান। তার হাতে ফল তুলে দিতেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকতেন।