বিদ্যুচ্চালিত গাড়ির জন্য চীনে হোন্ডার কারখানা
bonikbarta.com
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ১১:০৭
২০৩৫ সাল নাগাদ চীনে হোন্ডার বিক্রি করা সব ধরনের যানবাহন হবে বিদ্যুচ্চালিত বা ইভি। এ পরিকল্পনা সামনে রেখে শুক্রবার দেশটির হুবেই প্রদেশের উহানে নতুন কারখানা চালু হলো। এটিই চীনে হোন্ডার প্রথম কারখানা যা পুরোপুরি ইভি-কেন্দ্রিক।
এ জাপানি অটোমেকারের সঙ্গে কারখানাটি পরিচালনা করছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ডংফেং মোটরের যৌথ উদ্যোগ ডংফেং হোন্ডা। এতে নির্মাণে খরচ হয়েছে ৫৬ কোটি ৬০ লাখ ডলার। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ১ লাখ ২০ হাজার ইউনিট। কারখানাটির লাইনআপের শুরুতে রয়েছে লিংক্সি এল মডেলের গাড়ি। খবর: নিক্কেই এশিয়া
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বৈদ্যুতিক গাড়ি