যেমন খুশি তেমন চলে ১০ মেডিকেল কলেজ
বেসরকারি চিকিৎসা শিক্ষা খাত গত ১৫ বছর রাজনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। মেডিকেল কলেজ অনুমোদন ও পরিচালনায় সংশ্লিষ্টদের অধিকাংশই মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামীপন্থি রাজনৈতিক দলের প্রভাবশালী। এতে অভিভাবকদের বিপুল অর্থ প্রভাবশালীদের পকেটে গেলেও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন শিক্ষার্থীরা।
অপর্যাপ্ত জমি, অবকাঠামো ঘাটতি, যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক সংকট, শ্রেণিকক্ষ স্বল্পতা, লাইব্রেরিতে আসন ও মিউজিয়ামে সরঞ্জাম সংকট, হাসপাতালে অপর্যাপ্ত শয্যাসংখ্যাসহ নানা শর্ত উপেক্ষিত ছিল প্রভাবশালীদের মেডিকেল কলেজে।
অনেকটা জোড়াতালি দিয়ে চালানো হয় এসব চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা উপযোগিতার ঘাটতি পূরণে বারবার নির্দেশনা জারির পরও ক্ষমতা-ঘনিষ্ঠ হওয়ায় শর্ত পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো প্রভাব বিস্তার করে সব নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেসরকারি মেডিকেল কলেজকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।