৬ বছর খোঁজাখুঁজি করে পাওয়া যায় ধনকুবের আল ফায়েদের ধর্ষণের প্রমাণ
যুক্তরাজ্যের অভিজাত বিপণিবিতান হ্যারোডসের একসময় মালিক ছিলেন মিসরীয় ধনকুবের মোহামেদ আল ফায়েদ। গত বছর মারা যান তিনি। এরপর তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন হ্যারোডসের পাঁচ নারী কর্মী। সম্প্রতি ‘আল ফায়েদ: হ্যারোডসের শিকারি’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্রও প্রকাশিত হয়েছে। এটি প্রকাশের পর হ্যারোডসের আরও অনেক সাবেক কর্মী বলেন, তাঁরা আল ফায়েদের যৌন নিপীড়ন বা ধর্ষণের শিকার হয়েছিলেন।
আল ফায়েদের এমন কর্মকাণ্ডের পক্ষে প্রমাণ জোগাড়ে ছয় বছর ধরে অনুসন্ধান চালিয়েছেন এক ব্যক্তি। ধনকুবের ফায়েদের যৌন নিপীড়নের শিকার হয়েছেন, নিজ বাগ্দত্তার এমন অভিযোগের পর তিনি প্রমাণ সংগ্রহে ওই খোঁজাখুঁজি শুরু করেন বলে জানান। ফায়েদের ধারাবাহিক ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা উদ্ঘাটনে কীভাবে সহায়তা করেছেন, সেই বিষয়ে বিবিসিকে বর্ণনা দেন তিনি।
কিটন স্টোন নামের এই ব্যক্তি বিবিসিকে বলেন, ফায়েদের ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার নারীদের সঙ্গে কথা বলে তিনি ‘ভয়ানক’ সব নথি জোগাড় করেছেন। আর এ কাজ করতে গিয়ে বছরের পর বছর বিশ্ব ঘুরে বেড়িয়েছেন তিনি।