অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে কেনা যাবে এক্সবক্সের গেম

বণিক বার্তা প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ১৩:০৯

টেক জায়ান্ট মাইক্রোসফটের ভিডিও গেমিং কনসোল এক্সবক্সের ব্যবহারকারীরা আগামী নভেম্বর হতে সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে প্লাটফর্মটির গেম কিনতে ও খেলতে পারবেন। খবর এনগেজেট।


এক্সবক্সের প্রেসিডেন্ট সারাহ বন্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘যুক্তরাষ্ট্রে গুগলের মোবাইল অ্যাপ স্টোর উন্মুক্তে আদালতের রায় আরো বিকল্প ও নমনীয়তার সুযোগ দেবে।’


তিনি মূলত এপিক গেমসের সঙ্গে গুগলের চার বছরের অ্যান্টিট্রাস্ট মামলায় মার্কিন জেলা জজ জেমস ডোনাটোর রায় সম্পর্কে বলেছেন। বিচারক একটি স্থায়ী আদেশ জারি করেছেন, যেখানে গুগলকে তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলোকে প্লে লাইব্রেরিতে অ্যাক্সেস করার অনুমতি দিতে ও অন্যান্য অ্যাপ স্টোরগুলোয় অ্যান্ড্রয়েড অ্যাপ উপলব্ধ করতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও