জাতীয়তার দৃঢ় সংহতি
দুর্গাপূজার সূচনা হয়েছিল বহু আগে পশ্চিম বাংলার জমিদারদের উদ্যোগ ও আয়োজনের মধ্য দিয়ে। নানা বিবর্তনে দুর্গাপূজা এখন বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। জানা যায়, মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষেরা তাঁদের প্রাসাদে পূজার প্রবর্তন করেছিলেন। কালের বিবর্তনে সামন্ত-সীমা অতিক্রম করে দুর্গাপূজা বারোয়ারি, অর্থাৎ সর্বজনীন পূজায় প্রবর্তিত হয়।
আমাদের পূর্ব বাংলায়ও দুর্গাপূজা সুদীর্ঘকাল ধরে হয়ে এসেছে। অতীতে হিন্দু সম্প্রদায়ের পূজা-পার্বণে এবং মুসলমানদের ঈদে পরস্পর দুই সম্প্রদায়ের বন্ধু ও প্রতিবেশীদের নিমন্ত্রণের রীতি-রেওয়াজ ছিল। কিন্তু ব্রিটিশের ‘ভাগ কর এবং শাসন কর’ শঠতায় দুই সম্প্রদায়ের ঐক্যে প্রথম ফাটলের সৃষ্টি করে। পরবর্তী সময়ে দাঁড়ায় রক্তাক্ত দেশভাগ। দেশভাগের মধ্য দিয়ে দুই সম্প্রদায়ের যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছিল, আজ অবধি তার পরিসমাপ্তি ঘটেনি। বরং উত্তরোত্তর বেড়েছে, ধর্মীয় রাজনীতির সংকীর্ণতায়।
রাষ্ট্র ও শাসকশ্রেণির আনুকূল্যে সাম্প্রদায়িক বিভাজন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। যেমন প্রতিবেশী ভারতে হিন্দু জাতীয়তাবাদীদের রাষ্ট্রক্ষমতা প্রাপ্তিতে, তেমনি আমাদের দেশে সাম্প্রদায়িক গোষ্ঠীর বাড়-বাড়ন্তে লক্ষ করা যাচ্ছে, যেটা মোটেও শুভফল বয়ে আনবে না। তার নমুনা তো আমরা দেখতেই পাচ্ছি। ধর্ম নিশ্চয়ই যার যার, কিন্তু দেশ তো সবার।
দুর্গাপূজায় কলকাতায় বেশ কয়েকবার গিয়েছি। হতাশ হয়েছি পূজাকেন্দ্রিক নানা মৌলিক পরিবর্তনে। প্রায় ৩৫ বছর আগে কলকাতা এবং আশপাশের শহরতলি, জেলায়ও তখন ভ্রমণ করেছি। দেখেছি বারোয়ারি পূজামণ্ডপে সারাক্ষণ বেজে চলেছে বাংলা গানের কিংবদন্তি শিল্পীদের জনপ্রিয় বাংলা গানগুলো। পাশাপাশি দেখেছি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। উপলক্ষ পূজা হলেও এ যেন সাক্ষাৎ সাংস্কৃতিক উৎসব। শারদীয় বিশেষ সংখ্যা, পূজার গানের রেকর্ড কিনছে সবাই লাইন দিয়ে। পাড়ায় পাড়ায় সন্ধ্যায় নাচ-গান, কৌতুক, নকশা ইত্যাদি আয়োজনকে সাংস্কৃতিক উৎসব ভিন্ন আর কী বলা যায়!
কয়েক বছর আগে দুর্গাপূজায় কলকাতায় ছিলাম। কৌতূহলবশত পূর্বের শহরতলি ও জেলার পূজা দেখতে গিয়ে রীতিমতো বিস্মিত হয়েছি। বাঙালি হিন্দু সম্প্রদায়ের বাঙালিয়ানাকে গ্রাস করে ফেলেছে হিন্দি সংস্কৃতি। সারাক্ষণ মণ্ডপগুলোতে বেজে চলেছে গান, তবে বাংলা গান নয়—হিন্দি গান। হিন্দি গানের আধিক্যে আমি প্রথম হোঁচট খাই। পোশাকে, রুচিতে ব্যাপক পরিবর্তন দেখে হতাশই হয়েছিলাম।
হিন্দির সাংস্কৃতিক আগ্রাসন কেবল পশ্চিম বাংলায় নয়, ছড়িয়ে পড়েছে সারা ভারতে। যে দক্ষিণ ভারত নিজেদের ভাষা-সংস্কৃতি আগলে হিন্দি ভাষা-সংস্কৃতিকে প্রত্যাখ্যানের দৃঢ়তা দেখাতে পেরেছিল, দৃষ্টান্ত স্থাপন করেছিল নিজ নিজ জাতীয়তার, সেখানেও ফাটল ধরেছে।
বিশ্বায়নের প্রভাব যেমন বিশ্বে ক্রমাগত আগ্রাসন চালিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে হিন্দি ভাষা-সংস্কৃতি ভারতব্যাপী বিস্তারে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার আদা-জল খেয়ে নেমেছে। ভারতীয় শিক্ষার্থীরা নিজেদের পার্থিব সুযোগ ও সুবিধার জন্য নিজ নিজ জাতীয়তাকে প্রায় ত্যাগ করে হিন্দি ও ইংরেজি বলয়ের শিক্ষা গ্রহণে ঝাঁপিয়ে পড়েছে। বিত্তবানেরা তো বটেই, মধ্যবিত্তরাও। সর্বভারতীয় প্রতিষ্ঠা, কেন্দ্রীয় সরকারের চাকরি, করপোরেট সেক্টরে চাকরির মোহে পড়ে তারা জাতীয়তা বিসর্জনে বিলম্ব করছে না।
প্রাদেশিক ভাষা প্রদেশের বাইরে আঞ্চলিক ভাষা। ধর্মীয় প্রধান পূজা-পার্বণও জাতিভেদে ভিন্নতা লক্ষ করেছি। দুর্গাপূজা কেবল বাঙালিদের প্রধান পূজারূপে পালিত হয়। কালীপূজা, গণেশপূজা, ছাটপূজা এমনকি দক্ষিণ ভারতে রাবণের পূজাও জাতিভেদে প্রধান ধর্মীয় উৎসব।
একই ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় পার্বণের এরূপ ভিন্নতা কেবল ভারতেই রয়েছে। বিশ্বের অন্য কোনো দেশে এমনটি কিন্তু নেই। বহু জাতি ও সম্প্রদায়ের দেশ ভারতের এই বৈচিত্র্য নিশ্চয় অভূতপূর্ব। মহাত্মা গান্ধী এই বৈচিত্র্যকে ভারতের সৌন্দর্য বলে আখ্যা দিয়েছিলেন।
দুঃখজনক হচ্ছে, বর্তমান বিজেপি শাসনামলে ভারতের বহুত্ববাদ নির্মূল করে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার নানা কর্মকাণ্ড বহুত্ববাদকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। অহিন্দু জনগোষ্ঠীর খাদ্য-রুচিতে পর্যন্ত অন্যায় হস্তক্ষেপ থেকেও তারা বিরত থাকেনি। বহু জাতি ও সম্প্রদায়ের বৈচিত্র্যপূর্ণ ভারতকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার চেষ্টা ভারতের জন্য শুভ ফল বয়ে আনবে না।
- ট্যাগ:
- মতামত
- শারদীয় দুর্গোৎসব
- জাতীয় সংহতি