সামাজিক সংহতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক

জাগো নিউজ ২৪ ড. মতিউর রহমান প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ১০:৩২

শারদীয় দুর্গোৎসবের ইতিহাস বহু প্রাচীন ও সমৃদ্ধ, যা হাজার বছরের পুরনো ঐতিহ্যের ধারক। এই উৎসবের উৎপত্তি ও বিকাশ মূলত প্রাচীন ভারতীয় ধর্ম, সমাজ, এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। দেবী দুর্গাকে কেন্দ্র করে এই পূজা প্রাথমিকভাবে সনাতন ধর্মের এক গুরুত্বপূর্ণ আচার হলেও, কালের বিবর্তনে এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।


প্রাচীন শাস্ত্র অনুযায়ী শারদীয় দুর্গোৎসব এবং ফসল কাটার সময়ের মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান। এটি মূলত ভারতীয় উপমহাদেশের প্রাচীন কৃষিনির্ভর সমাজব্যবস্থার সঙ্গে যুক্ত। শারদীয় দুর্গোৎসব আসলে শরৎ ঋতুতে পালিত হয়, যা ফসল কাটা বা "শারদীয় ফসল" সংগ্রহের সময়ের সঙ্গে মিলে যায়। এই ঋতুতে কৃষকরা সাধারণত তাদের কষ্টার্জিত ফসল ঘরে তুলে নেয় এবং তা উদযাপনের অংশ হিসেবে দেবী দুর্গার পূজা করা হয়।


দেবী দুর্গা মূলত শক্তির প্রতীক হিসেবে পূজিত হন এবং শাস্ত্র অনুযায়ী তিনি মহিষাসুর নামক অসুরের বিনাশকারী। এই পূজার মাধ্যমে প্রকৃতির সঙ্গে এক ধরণের পারস্পরিক সংযোগও প্রতিফলিত হয়। দেবী দুর্গা মূলত কৃষিকাজ এবং ফসল উৎপাদনের উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবেও বিবেচিত হন। প্রাচীন যুগে যখন ফসল ভালো হতো, তখন কৃষকরা দেবীর প্রতি কৃতজ্ঞতা জানাতে পূজা করতেন, যাতে আগামী বছরের ফসলও ভালো হয় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়।



দেবী দুর্গার আগমন শরৎকালে হয়, যাকে ফসল কাটা ঋতুর শুরু হিসেবে দেখা হয়। এই সময় ফসল উৎপাদনের কাজ শেষের দিকে থাকে, এবং কৃষকরা তাদের কৃষিশ্রমের ফল হাতে পাওয়ার আনন্দে মেতে ওঠে। শারদীয় দুর্গাপূজা তখন হয়ে ওঠে এক ধরণের ধন্যবাদজ্ঞাপন এবং প্রাচীন সমাজে দেবীর আশীর্বাদ কামনার একটি রূপ। এটি প্রকৃতির প্রতি সম্মান জানানোর একটি উৎসব, যেখানে ফসল উৎপাদন এবং পূজা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।


এছাড়াও, কৃষি ও পূজার এই সংযোগের পেছনে এক ধরণের অর্থনৈতিক ও সামাজিক দিকও কাজ করে। ফসল কাটার পর কৃষকদের হাতে কিছুটা অর্থনৈতিক সচ্ছলতা আসে এবং এই সময় তারা বিভিন্ন উৎসব ও পূজা উদযাপন করে। এতে দেবীর পূজা শুধু আধ্যাত্মিক নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্ব বহন করে। এটি মূলত একটি ঋতুবিশেষের উদযাপন এবং একইসঙ্গে দেবীর পূজা ও ফসল কাটার সময়ের সঙ্গে সম্পর্কিত।


সুতরাং, প্রাচীন শাস্ত্র অনুযায়ী শারদীয় দুর্গোৎসব এবং ফসল কাটা ঋতুর মধ্যে সম্পর্ক হলো দেবী দুর্গার প্রতি কৃতজ্ঞতা জানানো এবং ফসলের উর্বরতা ও সমৃদ্ধির আশীর্বাদ কামনা। এই সম্পর্ক দেবীকে শুধু শক্তি ও ধ্বংসের প্রতীক নয়, বরং উর্বরতা ও সাফল্যের দেবী হিসেবেও উপস্থাপন করে, যা কৃষিভিত্তিক সমাজব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও