You have reached your daily news limit

Please log in to continue


রোনালদোর ১৩৩ ও ৯০৬, পর্তুগালের জয়

কাতার বিশ্বকাপের পর ইউরোতেও ব্যর্থ, অনেকেই ধরে নিয়েছিলেন পর্তুগালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো ফুরিয়েই গেলেন। কেউ কেউ তখন জাতীয় দলে তাঁর এপিটাফও লিখে ফেলেছিলেন। কিন্তু রোনালদো বলে কথা, এত সহজে ফুরিয়ে যাওয়ার পাত্র তিনি নন। ঠিকই জেগে উঠলেন আরেকবার!

নেশনস লিগে পর্তুগালের হয়ে রোনালদো গোল করলেন টানা তিন ম্যাচে। সর্বশেষ গতকাল রাতে পোল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ৩-১ গোলের জয়ে লক্ষ্যভেদ করেছেন পর্তুগিজ মহাতারকা। আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা এখন ১৩৩ হয়ে গেল। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে এখন তাঁর ক্যারিয়ার গোল ৯০৬টি।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সবার চোখ ছিল রোনালদো-রবার্ট লেভানডফস্কির দ্বৈরথের দিকে। ম্যাচের আগে রোনালদোকে নিয়ে লেভার প্রশংসার পর সেই আকর্ষণ আরও বেড়ে গিয়েছিল। যদিও ম্যাচে প্রত্যাশা মেটেনি। ঘরের মাঠে রোনালদোর পর্তুগালের সামনে খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি লেভার পোল্যান্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন