সুবিধাভোগী ‘ব্যবসায়ী এমপিরা’ এখন কোথায়?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ১০:০৭

প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। দেশের স্বাধীনতা অর্জনে যে দলের অবদান ছিল, সেই দলেরই শীর্ষ নেতৃত্বকে দেশ ছেড়ে চলে যেতে হলো। টানা চারবার যে দল ক্ষমতায় ছিল তাদের কেন পালাতে হলো?


এমন প্রশ্নের জবাব নিজ দলের নেতারাই দিচ্ছেন। তারা বলছেন, ‘দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে দলের সবকিছু কিছু এলিট শ্রেণির কাছে জিম্মি ছিল। তারা সবকিছুতে টাকাকে প্রাধান্য দিত। বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে মনোনয়নপ্রাপ্তিতে ব্যবসায়ীরা ছিলেন এগিয়ে। ক্ষমতা ভোগ করেছেন ব্যবসায়ীরা। বিপদের দিনে তারাই আগে পালিয়েছেন। তারা আওয়ামী লীগের ক্ষমতা টিকাতে পারেননি।


জানা গেছে, ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতার আসনে বসে আওয়ামী লীগ। ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ক্ষমতা আসে দলটি। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দলের ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়। সেখানে দেশের বড় বড় ব্যবসায়ী ও আমলারা রাজনীতির মাঠ দখল করেন। এতে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ জনসাধারণে দল থেকে ব্যবসায়ীদের দলে পরিণত হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও