You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীতে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা যাবে যে পথে

বিজয়া দশমির শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের জন্য রাজধানীতে কোন পথ দিয়ে যেতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে পুলিশ।

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এ উৎসবের শেষ দিন পথে পথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখার কথাও বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীর বড় অংশের মণ্ডপগুলোর প্রতিমা ওয়াইজঘাটে বুড়িগঙ্গা নদীতে বির্সজন দেওয়া হয়। এছাড়া মোহাম্মদপুরের বসিলা অংশেও বিসর্জন দেওয়া হয়ে থাকে।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি ওয়াইজঘাটে যাওয়ার পথে বিসর্জনের শোভাযাত্রার সম্ভাব্য রুটের দিক নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু হবে। এটি পলাশী মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট বটতলা-সরকারি কর্মচারী হাসপাতাল-পুলিশ হেডকোয়ার্টার্স-নগর ভবন-গোলাপশাহ মাজার-বঙ্গবন্ধু স্কয়ার-গুলিস্থান-নবাবপুর লেভেল ক্রসিং-নবাবপুর রোড-মানসি হল ক্রসিং-রথখোলার মোড়-রায়সাহেব বাজার মোড়-শাঁখারীবাজার-জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সদরঘাট বাটা ক্রসিং-পাটুয়াটুলি মোড়/সদরঘাট টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাট গিয়ে শেষ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন