ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার ছিলেন এক রানি

জাগো নিউজ ২৪ লন্ডন প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ২২:৫৬

সিরিয়াল কিলার শব্দটির সঙ্গে আমরা এখন সবাই কমবেশি পরিচিত। ১৮ শতকের শেষের দিকে এই ব্যাপারটি প্রথমে সবার সামনে আসে জ্যাক দ্য রিপারের কল্যাণে। ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার বলা হয় তাকে। ১৮৮৮ সাল থেকে ১৮৯১ সাল পর্যন্ত পূর্ব-লন্ডনের হোয়াইট চ্যাপেলের আশপাশে সর্বমোট এগারোটি খুনের ঘটনা ঘটিয়ে তোলপাড় ফেলে দিয়েছিল কুখ্যাত এই সিরিয়াল কিলার।


তবে সিরিয়াল কিলাররা যে শুধু তাদের কুকর্মের জন্য বিখ্যাত হয়েছেন তা কিন্তু নয়। টেড বান্ডির নাম নিশ্চয়ই শুনেছেন, যে সিরিয়াল কিলারের সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন অনেক নারী। তবে পুরুষরাই নন সিরিয়াল কিলারের তালিকায় আছেন অসংখ্য নারী।


ইতিহাসকে কলঙ্কিত করেছেন এমন এক নারী হচ্ছেন এলিজাবেথ বাথরি। পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম নারী সিরিয়াল কিলারের খেতাবপ্রাপ্ত। যিনি সিরিয়াল কিলার তো বটেই, নৃসংশতার চরমে পৌঁছেছিলেন। যা ইতিহাসে বিরল। রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকাই বেশি পালন করেছিলেন এই রানি। হাঙ্গেরির রানি ছিলেন এলিজাবেথ বাথোরি, যিনি সৌন্দর্য ধরে রাখতে হয়েছিলেন সিরিয়াল কিলার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও