![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/10/12/programming.jpg)
বিনাখরচে বাংলায় প্রোগ্রামিং শেখার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল
বাংলাদেশে প্রোগ্রামিং শেখার আগ্রহ বাড়ছে। প্রোগ্রামিং শিখতে চাওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসম্মত ও সহজবোধ্য প্ল্যাটফর্ম বেছে নেওয়া।
তেমনই কিছু ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল নিয়ে এই আয়োজন।
আর এসব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে আপনি বাংলায় শিখতে পারবেন প্রোগ্রামিং, সেটাও বিনামূল্যে।
১. লার্ন উইথ সুমিত (Learn with Sumit)
বাংলাদেশি প্রোগ্রামার সুমিত সাহা এই ইউটিউব চ্যানেলটি পরিচালনা করেন। 'লার্ন উইথ সুমিত' চ্যানেলে JavaScript, React, Node.js এর মতো আধুনিক ওয়েব টেকনোলজি নিয়ে ডেভেলপমেন্টের সহজ টিউটোরিয়াল পাওয়া যায়। চ্যানেলটির বড় বৈশিষ্ট্য হলো—বাস্তব প্রজেক্টের মাধ্যমে শেখানো হয়, যা শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ করে দেয়।
২. প্রোগ্রামিং হিরো (Programming Hero)
মোবাইল অ্যাপ 'প্রোগ্রামিং হিরো'র মাধ্যমে বাংলায় প্রোগ্রামিং শেখানো হয়। অ্যাপটিতে মজার ছলে প্রোগ্রামিং শেখার কোর্স রয়েছে, যা নতুন প্রোগ্রামারদের জন্য বিশেষভাবে উপযোগী। এখানে বিভিন্ন গেমের মাধ্যমে কোডিং শেখানো হয়, যা শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দময় করে তোলে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রোগ্রামিং
- বিনামূল্যে
- বাংলা ভাষা