সাইবার হামলা থেকে মুক্ত থাকতে অ্যান্টিভাইরাসের ব্যবহার
অনেক সময় সাইবার অপরাধীরা কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করতে ব্যবহারকারীকে প্ররোচিত করে। এসব সফটওয়্যার নামালে অনলাইন সুরক্ষার ঝুঁকি তৈরি হয়। তাই সাইবার হামলা, হ্যাকিং বা ভাইরাস থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখতে নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাজারে ক্যাসপারস্কিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যান্টিভাইরাস পাওয়া যায়।
অ্যান্টিভাইরাস কী ও কীভাবে কাজ করে
অ্যান্টিভাইরাস একধরনের সফটওয়্যার, যা কম্পিউটার ও স্মার্টফোনকে ক্ষতিকর প্রোগ্রাম থেকে সুরক্ষিত রাখে। স্ক্যান করার পর অ্যান্টিভাইরাস ম্যালওয়ার শনাক্ত করে ও সেগুলোকে যন্ত্র থেকে মুছে ফেলে। সাধারণত অ্যান্টিভাইরাসের নিজস্ব তথ্যভান্ডার বা ডেটাবেজ থাকে। স্ক্যান করার সময় এই ডেটাবেজের সঙ্গে মিলিয়ে ম্যালওয়ার শনাক্ত করে প্রোগ্রামটি। অ্যান্টিভাইরাসের ডেটাবেজে সব সময় সব ম্যালওয়ার বা ভাইরাসের প্রোগ্রামিং সংকেত বা কোড মেলে না। এর বাইরে কোনো কম্পিউটার প্রোগ্রাম যদি সন্দেহজনক আচরণ করে, সেগুলোকেও শনাক্ত করে অ্যান্টিভাইরাস। এই দুই প্রক্রিয়াকে বলা হয় সিগনেচার বেজড ডিটেকশন ও বিহেভিয়ার বেজড ডিটেকশন। এভাবে স্ক্যান করার মাধ্যমে ম্যালওয়ার শনাক্ত করে কম্পিউটারকে সুরক্ষিত রাখে অ্যান্টিভাইরাস।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যান্টিভাইরাস