You have reached your daily news limit

Please log in to continue


স্তন ক্যানসারে যে ঝুঁকি এড়ানো কঠিন

অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতা মাস। সচেতনতা ক্যানসারের ঝুঁকি মোকাবিলা করে। অধিকাংশ ক্ষেত্রে জানা যায় না ঠিক কী কারণে ক্যানসার হয়। জিন মিউটেশন মা-বাবা থেকে সন্তানের শরীরে স্থানান্তরিত হতে পারে। বায়োলজিক্যালি ক্যানসারের জন্য কোষের ক্ষতিগ্রস্ত ডিএনএকে দায়ী করা হয়। ডিএনএর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ জেনেটিক বা পরিবেশগত—উভয়ই হতে পারে। স্তন ক্যানসারের ঝুঁকি অপরিহার ও পরিহারযোগ্য দুই ধরনের।

অপরিহারযোগ্য ঝুঁকি

  • স্তন ক্যানসার নারী-পুরুষ—উভয়ের হতে পারে। তবে পুরুষের তুলনায় নারীদের প্রায় ১০০ গুণ বেশি হয় এ ক্যানসার।
    এতে আক্রান্তের হার ৪০ বছর বয়সের পরে বৃদ্ধি পায়। ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে এ হার সর্বোচ্চ। গবেষণায় দেখা গেছে, আক্রমণাত্মক স্তন ক্যানসারে আক্রান্ত তিন জনের মধ্যে দুই জনেরবয়স ৫৫ বছরের বেশি।
  • পরিবারে কারও স্তন বা ডিম্বাশয়ের ক্যানসারের ইতিহাস থাকলে সে পরিবারের অন্যদের স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে। ৪০ বছরের কম বয়সী নিকটাত্মীয়ের স্তন ক্যানসার থাকলে ঝুঁকি বাড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন