আশায় বুক বাঁধা বিএনপির মনে নানা ভাবনা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ১৯:২৮
দেড় দশকের আন্দোলন-সংগ্রামের পর দেশের রাজনীতিতে পরিবর্তন দেখছে বিএনপি। দলটি আশায় বুক বাঁধছে, পরিবর্তিত প্রেক্ষাপট সুযোগ নিয়ে আসবে তাদের জন্য। শিগগির হয়তো দেশে একটি নির্বাচন হবে, তাদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হবে। কিন্তু এমন সুদিনেও নতুন শঙ্কা উঁকি দিয়ে যাচ্ছে তাঁদের ভাবনায়।
বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো প্রশাসনের সব জায়গায় আগের সরকারের লোকজনই বসে আছেন। নির্বাচন কমিশনে এখনো তাঁদের লোকই আছেন। আওয়ামী লীগকে যাঁরা প্রতিষ্ঠা করেছেন, ক্ষমতায় রাখতে সহযোগিতা করেছেন, তাঁদের সরানো যায়নি। এসব লোক অন্তর্বর্তী সরকারের ওপর প্রভাব বিস্তার করছেন। তাঁরা বিএনপির শক্তি খর্ব করতে চান।