বাড়ি নির্মাণে মরুভূমি বা সমুদ্রের বালু কেন ব্যবহার করা হয় না
প্রথম আলো
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ১১:১৬
বাড়ি নির্মাণে বালু একটি গুরুত্বপূর্ণ উপকরণ। কংক্রিটের মিশ্রণ থেকে গাঁথনি পর্যন্ত বাড়ি নির্মাণের বিভিন্ন ধাপে ব্যবহৃত হয় বালু। মজবুত ও টেকসই কাঠামোর জন্য নির্মাণে ব্যবহৃত বালুর বিভিন্ন ধরনও গুরুত্ব দিয়ে বিবেচনা করেন প্রকৌশলীরা। তাই তো নানা উৎস থেকে বালু সংগ্রহ করে নির্মাণকাজে ব্যবহার করা হয়।
প্রস্তুতকৃত বালুর চেয়ে নদীর তলদেশ থেকে তোলা বালুই আমাদের দেশে নির্মাণে ব্যবহার হয় বেশি। তাই তো নদী থেকে অবৈধ বা অতিরিক্ত বালু উত্তোলন নিয়ে প্রায়ই গণমাধ্যমে প্রতিবেদন দেখা যায়। কিন্তু বালুর বড় একটা উৎস তো হতে পারে সমুদ্র। সমুদ্রের বালু কেন নির্মাণকাজে ব্যবহার করা হয় না? শুধু সমুদ্রের বালুর কথাই বলছি কেন, মরুভূমিময় যে বালু আর বালু এগুলোও তো নির্মাণকাজে ব্যবহার করা হয় না।
- ট্যাগ:
- লাইফ
- বাড়ি নির্মাণ
- ঘর-বাড়ি নির্মাণ