বোলিং নিয়েও এখন দুশ্চিন্তা বাংলাদেশের
প্রথম আলো
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ১১:১৪
মেহেদী হাসান মিরাজ বল ফেলছেন। আর নীতিশ কুমার ছক্কা মারছেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের দুই দিন আগের সেই দৃশ্যটা নিয়ে আলোচনা হচ্ছিল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের প্রেসবক্সেও। বাংলাদেশ সিরিজেই অভিষেক হওয়া এই তরুণ এখন পর্যন্ত মিরাজের ১৩টি বল খেলেছেন। যার মধ্যে ডট বল ৪টি।
বাকি ৯ বলের মধ্যে ছক্কা ৩টি, চার ১টি। তিন সংস্করণের ক্রিকেটে ম্যাচসংখ্যার বিচারে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ স্পিনারকে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার এভাবে মারলেন! আর রিশাদ হোসেন? বাংলাদেশের হয়ে বিশ্বকাপে ৭ ম্যাচে রেকর্ড ১৪ উইকেট নেওয়া লেগ স্পিনারের ১২ বলে নীতিশের রান ২৫, ছক্কা ৩টি।