ময়মনসিংহে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা
প্রথম আলো
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ০৯:১৮
ময়মনসিংহ নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, নগরের বাদেকল্পা এলাকার আবদুল করিমের ছেলে মিন্টু মিয়া (৬০) আর্মড পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ছিলেন। তাঁর সঙ্গে প্রতিবেশী নাজমুল ইসলাম, রুহুল আমিন ও আবদুল মান্নানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে গতকাল জুমার নামাজের আগে মিন্টু মিয়াকে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় মিন্টু মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মিন্টু মিয়াকে বাঁচাতে এগিয়ে গেলে বড় ভাই ইব্রাহিম মিয়াও আহত হন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কুপিয়ে হত্যা
- জমি নিয়ে বিরোধ