কক্সবাজারে পর্যটকদের ঢল, হোটেল-মোটেলে খালি নেই রুম
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। শুক্র ও শনিবার (১১ ও ১২ অক্টোবর) এই দুই দিন সবগুলো হোটেলে শতভাগ বুকিং রয়েছে। পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের যাতায়াত নিরুৎসাহিত করায় কক্সবাজারে ভিড় বেড়েছে ভ্রমণপিপাসু মানুষের। তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
দুর্গাপূজার সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে চার দিনের লম্বা ছুটি। আর এই ছুটির সময়টা পরিবার নিয়ে পর্যটকরা ছুটে আসছেন কক্সবাজারে। সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি, ইনানী, দরিয়া নগর পাটুয়ার টেকসহ সবগুলো পর্যটন স্পটে ব্যাপক সমাগম। পর্যটকদের পদচারনায় মুখর এখন এসব এলাকা।
শুক্রবার বিকালে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে কথা হয় ঢাকার মোহাম্মদপুর থেকে আসা পর্যটক শাহরিয়ার, রুমেল ও রুমোর সঙ্গে। তারা বলেন, টানা ছুটি পেয়ে ২০ বন্ধু মিলে পরিবার নিয়ে এসেছেন কক্সবাজারে। গরমের এই সময়ে সাগরের পানিতে তাদের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে।