বড় কর্তার স্ত্রীর বই বাধ্য হয়ে কিনেছে কারাগার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ১০:৫৬

আট পাতার একটি শিশুতোষ বই। নাম ‘সুন্দরবনে সাফওয়াত’, দাম ২০০ টাকা। বইটি কারাগারগুলোয় বেশ আলোচিত। কারণ এর লেখক তামান্না সেতুর স্বামী অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান। তাঁর নির্দেশেই কারাগারগুলোর কর্মকর্তারা বইটি কিনতে বাধ্য হন।


‘সুন্দরবনে সাফওয়াত’ তামান্না সেতুর প্রথম বই। বইটিতে সাফওয়াত নামের এক শিশুর সুন্দরবন ভ্রমণকাহিনি লেখা হয়েছে। সাফওয়াত হলো শেখ সুজাউর রহমান ও লেখক তামান্না সেতু দম্পতির সন্তান। আর্ট পেপারে ছাপানো এ বইয়ের মূল গল্পটি ১৫৫৮ শব্দের। 


বইটির প্রকাশনা প্রতিষ্ঠান জলপরির প্রকাশক মোরশেদ আলম হৃদয় আজকের পত্রিকাকে বলেন, তামান্না সেতু নিজেই টাকা দিয়ে বইটি ছাপান। প্রতিটি বই ১১০ টাকা দরে ছাপানো হয়। তাঁরা কিনে নেন। তাঁর স্বামী সুজাউর রহমান ও এক কাজিন বইটি ছাপাতে টাকা দিয়েছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও