You have reached your daily news limit

Please log in to continue


বাসায় ঢুকে পেটাল ‘ডেভেলপার কোম্পানির লোক’, টিভিকর্মীর মৃত্যু

ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় ঘরে ঢুকে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে ডেভেলপার কোম্পানির লোকজনের বিরুদ্ধে।

তানজিল জাহান ইসলাম তামিম দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের একটি বাড়ির আট তলার ফ্ল্যাটে তিনি থাকতেন।

বৃহস্পতিবার সকালে ওই বাড়ি থেকে তামিমকে উদ্ধার করে মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় আবাসন নির্মাতা কোম্পানির এক প্রকৌশলীসহ চারজনকে আটক করার কথা জানিয়েছেন ডিএমপির মোহাম্মদ তেজগাঁও বিভাগের উপকমিশনার রুহুল কবীর খান।

তাৎক্ষণিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় না জানালেও এই পুলিশ কর্মকর্তা বলেন, “প্লেজেন্ট প্রপার্টিজের চার জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

হাতিরঝিল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মহানগর প্রজেক্টের ওই বাড়ির জমির মালিক তামিমের বাবাসহ মোট তিনজন। তাদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ওই বাড়িতে ঢোকেন ডেভেলপার কোম্পানির ‘প্লেজেন্ট প্রোপার্টিজ’ এর লোকজন। তাদের সঙ্গে বহিরাগত কয়েকজন ছিলেন। তারা ল্যান্ড ওনারদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন