চিয়া বীজ ও শসা রাতভর ভিজিয়ে খেলে মিলবে যেসব উপকার
চিয়া বীজ এবং শসা সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে খান। পানীয়টি যেমন আপনাকে হাইড্রেটেড রাখবে, তেমনি এতে থাকা ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে রাখবে সুস্থ। চিয়া বীজের ফাইবার হজমে সহায়তা করে এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড হার্টের স্বাস্থ্য ভালো রাখে।
চিয়া বীজ ও শসা কেন স্বাস্থ্যের জন্য ভালো?
চিয়া বীজ ভিজিয়ে রেখে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়া আমাদের হাইড্রেশন এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়াতে সাহায্য করে শসা ও চিয়া বীজের পানীয়। চিয়া বীজ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের দারুণ উৎস। এটি তাই বিপাকীয় স্বাস্থ্য ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে। মস্তিষ্কের কার্যকারিতার জন্যও অপরিহার্য ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এছাড়া এই বীজে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা হজমে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।
প্রোটিনেরও চমৎকার উৎস চিয়া বীজ। অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই বীজ শরীরের অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে৷ চিয়া বীজ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ, যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷