বিশাল কোম্পানির মালিক হয়েও রতন টাটা কেন বিলিয়নিয়ারের তালিকায় ছিলেন না

প্রথম আলো প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ১৯:৪৯

অসম্ভব বিনয়ী একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন রতন টাটা। একসময় ৩০টির বেশি কোম্পানির নিয়ন্ত্রণ ছিল তাঁর হাতে, যাঁর ব্যবসা ছিল বিশ্বের ১০০টির বেশি দেশে। পৃথিবীর ছয়টি মহাদেশে ছড়িয়ে ছিল টাটা গ্রুপের ব্যবসা। একজন ‘বিজনেস টাইকুন’ হিসেবে পরিচিতি পেলেও রতন টাটা কখনো কোনো বিলিয়নিয়ারের তালিকায় নাম তোলেননি।


ভারতে এখন বেশ কজন বিলিয়নিয়ার রয়েছেন। এই সংখ্যা প্রতিবছরই বাড়ছে। গৌতম আদানি কিংবা মুকেশ আম্বানি শীর্ষ বিলিয়নিয়ারের তালিকায় রয়েছেন। কিছুদিন আগে মুকেশ আম্বানির এক ছেলের বিয়ের জাঁকজমক পুরো বিশ্বে আলোচনার খোরাক জুগিয়েছিল। সেই তুলনায় রতন টাটা কিংবা টাটা পরিবারের সদস্যরা বেশ আড়ালে থাকতেই পছন্দ করতেন।


রতন টাটা প্রায় ছয় দশক ভারতের অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী টাটার সঙ্গে জড়িত। প্রায় ২০ বছর তিনি এই ব্যবসা সাম্রাজ্যের নেতৃত্ব দিয়েছেন। ২০১২ সালে চেয়ারম্যান হিসেবে তিনি সরে দাঁড়ালেও পুরো টাটা গ্রুপের ওপর তাঁর বড় প্রভাব ছিল। সে কারণে তিনি সেরা ১০ বা ২০ শীর্ষ ভারতীয় ধনীর তালিকায় থাকবেন, সেটা আশা করাই যায়।


কিন্তু বাস্তবে সেসব তালিকায় রতন টাটার নাম ছিল না। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এর কারণ হিসেবে টাটাদের বিশাল দাতব্য কর্মকাণ্ডকে চিহ্নিত করা হয়েছে। টাটা গ্রুপের আয়ের একটা বড় অংশই চলে যায় টাটা ট্রাস্টের কাছে। এর ফলে টাটা পরিবারের সদস্য কিংবা রতন টাটার হাতে খুব কম অর্থই থাকত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও