ঢাকেশ্বরী মন্দিরে ষোড়শ উপাচারে দেবী বন্দনা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে (ষোল উপাদানে) দেবীর পূজা হচ্ছে। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। একইসঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। পূজা উদযাপনকে ঘিরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির ঘুরে দেখা গেছে, বেলা গড়ানো সঙ্গে সঙ্গে মন্দিরে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। নতুন রঙে রাঙানো হয়েছে মন্দিরের সবগুলো ভবন। পুরো মন্দিরে আলোকসজ্জা করা হয়েছে। প্রবেশদ্বারে রাখা হয়েছে চেকিং ব্যবস্থা। মন্দিরে আসা ব্যক্তিদের নিরাপত্তা বেষ্টনী মেনে প্রবেশ করতে দেখা গেছে। আছে পুলিশ, র্যাব ও বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণ কক্ষ।
মন্দির ঘুরে আরও দেখা গেছে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করছেন। সেজেগুজে ছবি তুলছেন কেউ কেউ। মন্দিরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে।