দেবী দুর্গার মাহাত্ম্য

কালের কণ্ঠ নিরঞ্জন অধিকারী প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ১১:২৯

আমরা ধর্মগ্রন্থ পুরাণে দেখি, শুভ শক্তির দ্বারা অসুরকে, অন্যায়কে, অত্যাচারকে, অশুভকে পরাভূত করে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে যুগে যুগে। শক্তির দেবীর হাতে ভয়ংকর অসুরদের পরাজয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত  হয়েছে শান্তি ও কল্যাণ। বিভিন্ন পুরাণে বিভিন্ন উপাখ্যানে আমরা এ কথার দৃষ্টান্ত খুঁজে পাই। যেমন মার্কণ্ডেয় পুরাণের শ্রীশ্রী চণ্ডী অংশে আমরা দেখি, দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছেন।


কিংবা দেবী


অম্বিকারূপে শুম্ভ ও নিশুম্ভ নামক দুই ভয়ংকর দৈত্যকে নিধন করে শান্তি স্থাপন করেছেন।


দেবতারা যখন সহজেই অসুরদের কাছে পরাজিত হন, তখন তাঁদের লজ্জা লুকানোর আর জায়গাই যেন থাকে না। পুরাকালে একাধিকবার দেবতারা ভোগ-বিলাসে গা ভাসিয়ে দিয়েছিলেন। সরে গিয়েছিলেন নিজ নিজ কর্তব্য থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও