৭ বছর পর নেমেসিসের চতুর্থ অ্যালবাম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ২২:১৪

দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস ৭ বছর পর নিয়ে আসছে তাদের নতুন অ্যালবাম। এটি নেমেসিসের চতুর্থ অ্যালবাম। এর আগে সর্বশেষ ২০১৭ সালে তাদের তৃতীয় অ্যালবাম প্রকাশিত হয়। চতুর্থ অ্যালবামটি এ বছরই মুক্তি পাবে। তবে শুরুতেই পুরো অ্যালবাম নয়, এক এক করে কয়েকটি গান প্রকাশের পর দলটি আনবে পুরো অ্যালবাম।


গত ৩ অক্টোবর ‘ভাঙা আয়না’ শিরোনামে প্রকাশিত হয় দলের চতুর্থ অ্যালবামের নতুন গান। এর আগে গত বছর প্রকাশিত হয় ‘ঘোর’ শিরোনামে একই অ্যালবামের প্রথম গান।


নেমেসিস ব্যান্ডের ব্যবস্থাপক রাজু আহমেদ বলেন, ‘আমাদের চতুর্থ অ্যালবামের গানগুলো আমরা সিঙ্গেল ট্র্যাক হিসেবে রিলিজ করতে যাচ্ছি। নিয়মিত বিরতিতে এগুলো রিলিজ হবে। এরই মধ্যে রেকর্ডিংয়ের কাজ শেষের পথে। আমাদের প্রত্যাশা, চলতি বছরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে পুরো অ্যালবাম মুক্তি দিতে পারব। তার আগে কিছু গান শ্রোতাদের জন্য উন্মুক্ত হচ্ছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও